স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ কর্মকর্তাগণকে পদায়নের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ মেডিকেল কলেজসহ সাত উপজেলা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সিং কর্মকর্তাবৃন্দ।
এবিষয়ে নার্সিং সংস্কার পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. শাহীনুর রহমান শাহীন বলেন, আমাদের মূল দাবি হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সৈরাচার মাকসুরা নুরের পদত্যাগ এবং অপসারনের দাবিতে আজে ানববন্ধন।
এসময় তারা ‘দফা এক দাবি এক মাকসুরা নুরের পদত্যাগ, ‘জেগেছেরে জেগেছে নার্সং সমাজ জেগেছে ’ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন।