স্টাফ রিপোর্টার:
২০০৯ সালে পিলখানায় হত্যাকান্ডের দায় চাপিয়ে দেওয়া চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরী পুন:বহালও কারাবন্দীদের মুক্তির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। পরে তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এসময় বক্তব্য আব্দুল হামিদ, রমিজ উদ্দিন, সাইদুর রহমান সহ ন্য
মানববন্ধনে বক্তারা পিলখানায় পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহাল করে কারাবন্দীদের মুক্তির দাবী জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ওমর ফারুক বলেন, বাংলাদেশের মানুষের এখন আর বুঝতে বাকী নাই বিডিয়ার বিদ্রোহ সরকারের একটা সাজানো নাটক ছিল। যার কারনে এই বিডিয়ার বিদ্রোহের ঘটনায় যে সমস্ত বিডিয়ার ভাইদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে আমরা ধরে নিতে পারি তাদের উপর জুলুম করা হয়েছে। কারন সরকারের এই দায়ি দামাচাপা দেয়ার জন্য এই নিরিহ মানুষদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে। এই জন্য আমরা চাই বিডিয়ার বিদ্রোহের ঘটনাগুলো দেশ ও জাতির সামনে আসুক এবং সত্য প্রকাশ পাক এবং এইটার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।