স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও লায়ন ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ।
আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে শহরের নারাঙ্গাই এনপিআই ইনস্টিটিউটে এই ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপন ও বিতরন অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ ক্যাম্পাস ক্লাবের সভাপতি লায়ন কাজী লুৎফর রহমান, লায়ন ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর কেবিনেট সেক্রেটারী লায়ন এজাজ আহমেদ, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন সামিউল মোজাদির, লায়ন নাসির হায়দার, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার ও ক্লাব পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার মোঃ শামসুর রহমান, ক্লাব সহ সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার গিয়াস মাহমুদ, ক্লাব কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন মো: শাহজাহান কবীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম সহ অন্যান্যরা।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, এ ধরনের কর্মসূচি গ্রহণ করায় ক্লাবের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর্তমানবতার সেবায় এ ধরনের উদ্যোগ অন্যদের জন্য অনুসরণীয় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি ।
পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরন, ফ্রি মেডিকেল সেবা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয়, বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরন উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ হানিফ।
পরে স্মাট টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপন ও বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।