স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেপি গ্রুপের চেয়ারম্যান অভিনেতা মোহাম্মদ আলী মুরতজা পলাশ। শুক্রবার(১১ অক্টোবর) বিকালে মানিকগঞ্জ পৌরসভা ও শিবালয় উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন তিনি।কুশল বিনিময় করেন সনাতন ধর্মালম্বীদের সাথে।
পৌর এলাকার বারতা, শহরের কালীবাড়ী শ্রী শ্রী আনন্দময়ী কালিমন্দির, শিবালয় উপজেলার নয়াবাড়ি, উথলী, আরিচা বন্দর, বিষ্টপুর এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় অন্যান্যের মাঝে জেপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিক্রম আদিত্য, পরিচালক মোঃ আজহারুল ইসলাম, পরিচালক হাসিবুল হাসান পলক, জেপি নিউজের প্রধান সম্পাদক বি.এম খোরশেদ, জেপি ফ্লাওয়ার মিলসের কর্মকর্তা অশোক কুমার দত্ত ও জেপি ফ্যাশন কর্মকর্তা সোহাগ , দাউ আমিন পলাশ, মঞ্জুরুল ইসলাম ও সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় জেপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ বলেন, সাম্প্রদায়িক সম্প্রতির এই বাংলাদেশে কোনভাবেই সম্প্রীতি নষ্ট করা যাবে না। আমরা যার যার ধর্ম পালন করবো।একে অপরের ধর্ম পালনে সহযোগিতা করবো। তিনি জেপি গ্রুপের পক্ষ থেকে সনাতনধর্মালম্বীদের পূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনের সময় প্রতিটি পূজা মন্ডপে জেপি গ্রুপের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।