খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে রাতে ঘরে ঢুকে মো: রফিক (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত রফিক ১নং ওয়ার্ড বড়বিল এলাকার ওহাব মিয়া সওদাগরের ছেলে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিহতের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রফিক চট্টগ্রামের হোটেল বয় হিসেবে কাজ করতো। রমজানে মাসে হোটেল বন্ধ থাকায় সে বাড়িতে এসে। সোমবার রাতে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ আবদুর রশিদ বলেন, কে বা কারা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।