যশোরের অভয়নগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো: আলমঙ্গীর হোসেনকে বদলি করা হয়েছে। তার স্থলে যোগদান করেছেন বাগেরহাট সদর থানার কর্মরত ওসি মোয়াজ্জেন হোসেন।
থানা সূত্রে জনা গেছে, জেলা পুলিশ সুপার মঙ্গলবার এক বার্তয় ওসি আলমঙ্গীর হোসেন কে পুলিশ লাইনে স্থানান্তরের নির্দেশ দেন। সন্ধ্যায় তিনি নতুন যোগদান করা ওসির কাছে দায়িত্ব বুঝে দেন।