স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীরের দিকনির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা কৃষকদলের আহবায়ক গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, যুগ্ন আহবায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়।
এসময় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজকে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হচ্ছে। যেখানে আপনারা অংশ গ্রহন করছেন এবং এই মেডিকেল ক্যাম্প সফল করার জন্য সহযোগীতা করছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।