দেশে পর্যাপ্ত চাল উৎপাদন হওয়ায় কৃষকদের স্বার্থে চাল আমদানি নিরুৎসাহিত করতে এর শুল্ক প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন থেকে চাল আমদানি করলে ৫৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে। আজ বুধবার (২২ মে) বিকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এখন থেকে চাল আমদানিতে ২৮ শতাংশের পরিবর্তে ৫৫ শতাংশ শুল্কারোপ করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় চাল আমদানি নিরুৎসাহিত করতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।
এরআগে, গত ১৯ মে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, দেশের কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাল আমদানিতে কঠোর হবে সরকার এবং আমদানি নিরুৎসাহিত করতে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।