মো: আকতার হোসেন
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটিতে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাজিদুল ইসলাম। এই ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলামের বাড়ি দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড়হাটকুড়া গ্রামে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগ নেতা রাজিদুলের সাথে ফোনে কথা হলে তিনি জানান,আমরা পারিবারিক ভাবেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত। সেই হিসেবেই আমার রাজনীতিতে আশা,বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের একজন কর্মি হতে পেরে আমি গর্বিত। রাজিদুল ইসলাম রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জরিত রয়েছে। সকলের কাছে দোয়া চেয়ে নবনির্বাচিত সকল নেতা কর্মিদের অভিনন্দন জানান তিনি।