স্টাফ রিপোর্টার : সাভারে চাঁদা না পেয়ে রডমিস্ত্রী ও বাড়ির মালিকের মাকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত রডমিস্ত্রী রাকিব ইসলাম (২৮) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকার মৃত হাসান আলীর ছেলে আতাউর রহমান ও তার দুই ছেলে রফিক এবং রিফাতসহ অজ্ঞাতনামা আরো ৩-৪জন লাঠি-সোঠা নিয়ে তুহিনের নির্মণাধীন বাড়িতে এসে মিস্ত্রীদের কাজ বন্ধ করতে বলে। এক পর্যায়ে আতাউর রহমান রডমিস্ত্রী রাকিবের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অশ্বিকার করলে তাকে লাটি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। এতে প্রতিবাদ করতে এলে বাড়ির মালিক তুহিনের মা বিলকিস আক্তারের উপরও হামলা চালায় তারা।
সরেজমিনে এলাকাবাসি সাথে কথা বলে জানা যায়, আতাউর রহমানের বিরুদ্ধে এধরনের অভিযোগ এই প্রথম না এর আগেও তার বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন রানা বলেন, আতাউর এর আগেও বিভিন্ন মানুষের কাছে জমি বিক্রয় করেও ক্রেতাদেরকে জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ধরনের পায়তারা করার অভিযোগ আছে। এছাড়াও তার আশপাশে কেউ বাড়ি করতে গেলে তার সাথে ঝামেলায় জড়ানোই তার কাজ বলে তিনি জানান।
এ ব্যাপারে আতাউরের সাথে যোগাযোগের অনেক চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।