স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে আওয়ামী তরুন লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বান্দুটিয়া বাজারে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী তরুন লীগ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এস.এম এ মামুনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো: আরিফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ৭ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, জেলা তরুন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলীম, সহ সাধারন সম্পাদক বিপ্লব কুমার মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, মহিলা সম্পাদিকা শারমিন শুভা, সাহিত্য বিষয়ক সম্পাদক সম্পাদক মাহফুজা আক্তার মুন্নি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন, সমাজকল্যান সম্পাদক কাজী নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুত্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নয়ন,দৌলতপুর থানা তরুন লীগের সভাপতি বুলবুল আহম্মেদ,কৃষকলীগের ৭নং ওয়ার্ডের রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী তরুন লীগের সদস্য মাহফুজ, রাকিব, জুয়েল, জিম. অনিক, শুভ, ইমরান হোসেন প্রমুখ।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা তরুন আওয়ামীলীগের সভাপতি এস.এম এ মামুন বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে আমরা তরুন লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।