স্টাফ রিপোর্টার: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের নয়াডিঙ্গী এলাকায় ঢাকাগামী কে, লাইন পরিবাহনের একটি এসি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে গাড়ির পুরো অংশই পুড়ে গেছে। তবে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। এসময় মহাসড়কে প্রায় একঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় ঈদে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগে পড়েন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা জান্নাতুল নাঈম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। গাড়ির ইঞ্জিনের ওভারহিটের কারনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন।