স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে আ’লীগের যুব-ছাত্র সহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে যুব- ছাত্র সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
শনিবার সন্ধ্যায় শহরের নিকটবর্তী পোড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সাবেক জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ , সহ-সভাপতি আব্দুস সালাম, জাগীর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপ প্রচার সম্পাদক রায়হান রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তাপস সাহাসহ আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।