স্টাফ রিপোর্টার:
২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটের ওপর বৈষম্যমুলক কর আরোপের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ফেডারেশনের কর্মীরা।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের সভাপতি ওয়াসিম মিয়া, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য তোফাজ্জল হোসেন, সুজন মাহমুদ, মিজানুর রহমান, কার্য নির্বাহী সদস্য আলীম উদ্দিন ও আতিকুর রহমান।
বিড়ি শ্রমিকরা বিড়ির ওপর সম্পুর্ন কর প্রত্যাহার, বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০টাকা করা, নিম্ম ও মধ্যস্তরের সিগারেট সমমূল্যে করাসহ বহুজাতিক কোম্পানীর আগ্রাসন বন্ধের দাবী জানান।
এসময় শ্রমিকরা বিড়ি শিল্পকে বাঁচানোর জন্য কর প্রত্যাহারের জোর দাবী করে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে শ্লোগান দেন।