1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ১১৮৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

ভিটামিন ‘এ’ অভাবজনিত কারনে শিশুদের অন্ধত্ব থেকে রক্ষা, শিশু মৃত্যুর ঝুকি কমাতে, ডায়েরিয়া, ব্যাপ্তিকালসহ বিভিন্ন শিশুরোগ প্রতিরোধের জন্য আগামী ২২জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলার সাংবাদিকদের সাথে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করা হয়।

সংবাদ সম্মেলনে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান করা হয়। সেই ৬ মাস বয়স পূর্ন হলে প্রত্যেক শিশুকে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন এবং কোন শিশু যাতে বাদ না পরে সে বিষয়ে অভিবাকদের সচেতন থাকার জন্য অনুরোধও করা হয়।

মানিকগঞ্জে এবছর ৭টি উপজেলায়, ১টি পৌরসভায়, ৬৫টি ইউনিয়নে, ১৯৫টি ওয়ার্ডে ও সর্বমোট ১৬৯৩টি টিকা কেন্দ্রে ১৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও নদীবন্দর ও ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাবেক সভাপতি সুরুয খানের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জান কার্যালয়ের ডাক্তার সালমুন নাহার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপর মূল আলোচনা করেন।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury