স্টাফ রিপোর্টার:
ঢাকা-আরিচা মহাসড়ক ফোর লেনে উন্নীত করতে মানিকগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
শনিবার সকালে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযানে বাসষ্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট, ফলপট্টি, হকার্স মার্কেটসহ বিভিন্ন টংঘর উচ্ছেদ করা হচ্ছে।
সড়ক বিভাগের কর্মকর্তারা জানায়, ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে করার কাজ শিঘ্রই শুরু হবে। এই লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এই অভিযান অব্যহত থাকবে।