স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওরের গাংডুবী এলাকায় ফসলী জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি করায় আরজু খান ও সাদ্দামের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে নালী ইউনিয়নের কেল্লাই বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী মনসুর, নালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি কায়কোবাদ, গোপাল চন্দ্র, রাশেদ।
মানববন্ধনে বক্তারা রাস্তার ক্ষতি করে ট্রাক চলাচল ও ফসলি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধের দাবি জানান।