স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে মানসম্মত মানব সম্পদ ও মানসম্মত কারিগরি শিক্ষায় ন্যাশনাল পলিকেটনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ এর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম। বুধবার মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে অত্র প্রতিষ্ঠানের পরিচালন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন মানিকগঞ্জ বিসিকের উপ ব্যবস্থাপক মো: রবিউল আলম, মো: আল নোমান, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সামালগীর আলম বক্তব্যে বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর বেশি জোর দিয়েছে। তাই তিনি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের কর্মসস্থান সৃষ্টি ও অন্যদের কর্মসস্থানের ব্যবস্থার আহবান জানান। এতে দেশের বেকারত্বের হার কমে আসবে।