1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

কারিগরি শিক্ষার প্রসারে বেকারত্ব দূর হয়েছে —- মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ১৩৫৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন।কারিগরি শিক্ষার প্রসার করেছেন।কারিগরি শিক্ষা গ্রহন করে যুবসমাজ আজ প্রতিষ্ঠিত হচ্ছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের অবৈতনিক করেছেন।দেশে কর্মমূখী শিক্ষাও চালু হয়েছে। বেকারত্ব দূর হয়েছে। দেশে কেউ আর বেকার থাকবে না।দেশে শিক্ষিতের হার বেড়েছে।দেশ থেকে নিরক্ষরতা দূর হয়েছে।

শনিবার দুপুরে গড়পাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যান্যের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ে নতুন ভবন নির্মান কাজ পরির্দন করেন মন্ত্রী।এসময় জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, আবুল বাশারসহ ‍যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury