1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

মানসম্মত কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরীই হলো এসডিজি বাস্তবায়ণে মানিকগঞ্জের স্থানীয় সূচক

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ১১৫৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

সরকারের এসডিজি বাস্তবায়ণে মানিকগঞ্জের স্থানীয় সূচক নির্ধারিত হলো ‘মানসম্মত কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করা’। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে এই লক্ষ্য নির্ধারণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের বাস্তবায়নে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম। দিনব্যাপী এই অনুষ্ঠানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমীনের পরিচালনায় এই দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, সরকারী প্রতিষ্ঠানের জেলা কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,  ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট একশত ব্যক্তি এই কর্মশালায় অংশ নেন।

প্রধান অতিথি মো. আলমগীর সকলকে এসডিজি বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে এবং দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, জেলা পর্যায়ে এই কর্মশালার আগে মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় অনুরুপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে এসডিজি বাস্তবায়নে মানিকগঞ্জ জেলার সূচক বা টার্গেট নির্ধারণ করা হয় ‘মানসম্মত কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশিক্তি তৈরী’।

এর আগে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমীন তার মূলপ্রবন্ধ উপস্থাপনকালে উল্লেখ করেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধ পরিকর। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্ররি কার্যালয়ের গভর্নেন্স ইউনিট (জিআইইউ)নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রমাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘আমার গ্রাম আমার শহর’ আদর্শকে ধারণ করে প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।

২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষমাত্রা এবং ২৩২টি সূচক রয়েছে। সূচকসমূহ সকল দেশের জন্য সমভাবে প্রযোজ্য নয়। বাংলাদেশে ‘এসডিজি ওয়ার্কিং টিম’ এর তত্ত্বাবধানে ৩৯টি সূচকের মাধ্যমে ‘সূচকের ভিত্তিতে বাংলাদেশের এসডিজি অগ্রাধিকার তালিকা’ প্রস্তুত করা হয়েছে। এর বাইরে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট জেলা থেকে একটি সূচক নির্ধারণ করে মোট ৪০টি অগ্রাধিকার তালিকা মোতাবেক জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের সকল সরকারী দপ্তরে এসডিজি পরিবীক্ষণ এবং বাস্তবায়ন সম্ভব হবে এবং দ্রুত ও সফলতার সাথে এসডিজি বাস্তবায়ন এবং সর্বোপরি দেশের চলমান উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। ফলে সমগ্র দেশের জন্য মোট অগ্রাধিকার সূচক বা টার্গেট হবে ৩৯ এবং ৬৪ টি মিলে মোট ১০৩টি যা যে কোন নির্দিষ্ট জেলার ক্ষেত্রে হবে ৪০টি।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury