স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে আম্রকাননের লক্ষ্যে বিভিন্ন জাতের আম গাছের চারা রোপন করা হয়েছে।
রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষক, সাংবাদিক, ছাত্রসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিরা আম গাছের চারা রোপন করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.নূরুল আমিন, উপাধ্যক্ষ প্রফেসর বশীর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সামাজিক সংগঠন স্যাকের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিকের জেলা সন্ময়কারী বিমল রায় এবং শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্ভিদবিদ্যা বিভাগ, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বারসিক ও পালকের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে ২শতাধিক আমের চারা রোপন করা হয়।