স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
শনিবার বিকালে মানিকগঞ্জ আনসার ও ভিডিপি জেলা কমাড্যান্টের কার্যালয়ের আয়োজনে দৌলতপুরের আমডালা বাজার ও আরিচা এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মো: জানে আলম সুফিয়ান পিএএম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল এডজুট্যান্ট শহিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, সাবেক দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জুলফিকার আলী, বিভিন্ন ইউনিয়ন লিডার, কম্পানী কমান্ডার, প্লাটুন কমান্ডার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন। দুই উপজেলায় প্রায় ৪ শতাধিক আনসার সদস্যসহ অন্যান্য বন্যা কবলিত এলাকার পরিবারের মাঝে মুড়ি, চিড়া, গুড়, মাম পানি ও বিস্কুট বিতরণ করা হয়। আগামী রবিবার সকালে হরিরামপুরেও এই ত্রাণ বিতরণ করা হবে।