স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে বাদাহীন ভাবে মাওলানা সা‘দ এর বাংলাদেশে আসার দাবিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা ক্যাম্প বরাবর স্বারকলিপি প্রদান করেছে জেলা মার্কাজ (নিজামুদ্দীন অনুসারী)।
আজ (২ ডিসেম্বর) সোমবার সকালে জেলা আমির মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রায় দুইশতাধিক অনুসারি নিয়ে এ স্বারকলিপি প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা শুরা সদস্য মো. আফজাল হোসেন, মো. ফারুক হোসেন, মোহতামিম মাহিদুল ইসলাম, ডাঃ মাওলানা বশির উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ আব্দুল মান্নান, খতিব মাঃ নুরুল্লাহ, মানিকগঞ্জ জেলা মার্কাজের ইমাম ও খতিব মাওঃ রফিকুল ইসলাম, সহকারী রেজিষ্টার ডাঃ শেখ মো. জুবায়ের, ডেন্টাল সার্জন ডাঃ আব্দুল মাজেদ, ভাইস প্রিন্সিপাল ডাঃ মো. ো হোসেন, ও শিক্ষক ইঞ্জিঃ শরীফ রেজা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের মূল উদ্দেশ্য হযরত মাওলানা সাদ সাহেব যাতে এই বিশ্ব ইজতেমায় শরিক হতে পারে এজন্য যারা আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা এই মেসেজটা পৌঁছাতে চাই।