এস.এম .আকরাম হোসেন:
মানিকগঞ্জের পোড়রা এলাকায় একটি ফ্লাট বাসায় দিনে দুপুরে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ঘরের সুকেজে থাকা নগদ টাকাসহ স্বর্ণঅলংকার লুট করে নিয়ে র্দুরবৃত্তরা।
চুরি যাওয়া বাড়ির ভাড়াটিয়া মালিক মো:খবির উদ্দিন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ৫ তালা বিল্ডিংয়ের চার তালার ভাড়া বাসা থেকে মো: খবির উদ্দিন ও তার স্ত্রী দুইজনেই চাকরীর উদ্দেশ্যে বাড়ি থেকে প্রতিদিনের মতো শিবালয়ের বরংগাইল সরকারি কলেজে এবং স্ত্রী ফ্যামেলী প্লেনিং অফিসে চাকরী করতে যান। অফিস শেষে স্ত্রী বিকাল তিনটার দিকে বাড়িতে এসে দড়জা খোলা দেখে প্রথমে মনে করে তার স্বামী বাড়িতে এসেছে। কিন্ত পরে খোজ নিয়ে তাকে না পেয়ে দেখে যে ঘরের মালপত্র এলোমেলো এবং ঘরের মেইন দড়জার তালা ভাংগা। পরে তার স্বামীকে ফোন করে এবং আশে পাশের লোকজনকে ডেকে এনে দেখে যে উত্তর পাশের রুমের সুকেজ ভেংগে ১ লাখ ১৭ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের হাড়, হাতের চুরি ও কানের দুল চুরি গেছে।এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ঐ ফ্লাট বাসার তৃতীয় তালার ভাড়াটিয়া বলেন, দুপুর একটার দিকে ঘরের ভিতরে মানুষের হাটাহাটির শব্দ পেয়েছে।
এ বিষয়ে বাড়ির মালিক আবুল কালাম আজাদ বলেন, সবসময় ভাড়াটিয়াদের নিচের কেজি গেইটটি লাগিয়ে রাখতে বললেও কেউ শুনেন না। এ ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি।