ডেঙ্গু, ছেলেধরা ও মাদকাসক্ত বিষয়ে মানিকগঞ্জে গণসচেতনামূলক আলোচনা সভা ও র্যালী করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান উচ্চ বিদ্যালয় বিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনারে এই গণসচেতনামূলক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা শেষে প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে একটি সচেতনামূলক র্যালী বের করে এবং র্যালীটি আশপাশের সড়ক প্রদক্ষীণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
বিদ্যালয়ে সভাপতি আখতার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সদর উপজেলার নির্বাহী অফিসার মামুন সরদার, মেডিকেল অফিসার ডাঃ মো. সাদিকুর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. ছলিম উদ্দিন ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা পারভিন আখতারসহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।