এস.এম আকরাম হোসেন:
মানিকগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এমপির স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ হাসান সাঈদ ও দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ গোলাম মহীউদ্দীন,কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব জহিরুল আলম রুবেল, জেলা ঘাতক দালাল র্নিমূল কমিটির সভাপতি এ্যাডঃ দিপক কুমার ঘোষ, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ সাখাওয়াৎ হোসাইন খান, সাবেক মেয়র রমজান আলী, জেলা জাসদের যুগ্ন সাধারন সম্পাদক আসলাম খান বাবু,জেলা জাতীয় পার্টির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: বিল্লাল হোসেন,নওয়াব আলী,জেলা জাতীয় যুব সংহতির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস.আর আনছার, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মো: মজিবুর রহমান খান শাহীন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আনোয়ার হোসেন পাশা প্রমুখ । এসময় বক্তারা পল্লী বন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর শাসনামলের বিভিন্ন উন্নয়নের চিত্র বক্তব্যে তুলে ধরেন। পরে তার আত্মার মাখফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।