মোঃ মামুন মিয়া :
মানিকগঞ্জ জেলার এস.এস.সির ২০০৬ ব্যাচ এর উদ্যোগে গত শুক্রবার বানভাসি মানুষের জন্য ত্রান বিতরণ করে। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার
বাঘুলী,চরিডাংগা,বাঁচামারা,চরকাটারী,জাফরগঞ্জ ও জিয়নপুর গ্রামে এ ত্রাণ বিতরণ করে । এ্যাডমিন আসমা ও রুনা আক্তার ফেসবুকে একটি পেজ খুলেছে এস.এস.সি ২০০৬ ব্যাচ। তারা এই পেজের মাধ্যমে বানভাসি মানুষের জন্য ত্রানের অর্থ সংগ্রহও করেন। এস.এস.সি ২০০৬ ব্যাচের ৭০ জনসহ আরো অনেকেই এই বানভাসি মানুষের পাশে দারাতে সহযোগিতা করছেন। এই বানভাসি মানুষের ত্রাণ সংগ্রহে সার্বক্ষণিক নিয়োজিত ছিল আসমা আক্তার, সাইদুর রহমান,সরোয়ার খান, সুমনা সুমী,নাজমুল হাসান, মোঃ আলিমুজ্জামান ও রুনা আক্তার।
এ্যাডমিন আসমা আক্তার বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসি মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি।