স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি থাকলেও জরুরী প্রয়োজনে আসতে পারেনি।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১নং ওর্য়াড আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে পৌর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, ১নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বজলুর রহমান, পৌর আওয়ামীলী নেতা লুৎফর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, মানিকগঞ্জ সদর যুবলীগের সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর যুবলীগ নেতা হৃদয় হোসেন জকি প্রমুখ।
আলোচনা সবা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাখফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।