স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বাষির্কী উপলক্ষে কালো ব্যাচ ধারন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটো।
বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের নিচ তলায় জেলা আেইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড: আখতারুজ্জামান লিটন ও এ্যাড: দেওয়ান মতিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি জিপি এ্যাড: মেহের উদ্দিন, যুগ্ন সম্পাদক এ্যাড: আমিনুল হক আকবর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড: খলিলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এ্যাড: আজিজুল হক, সিনিয়র এ্যাড: এ.কে কাইসার,আবুল কাশেম, এ্যাড: টুলু, বিশেষ পিপি এ্যাড: নুরুল হুদা রুবেল, জেলা আইনজীবী সমিতির সহ সাধারন সম্পাদক এ্যাড: দিলীপ কুমার রাজবংশী, এ্যাড: সাদেকুল ইসলাম সোহাসহ আইনজীবী সমিতর অন্যান্য সদস্যগণ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাখফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।