স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে হতদরিদ্র ও পথব্যক্তিদের জন্য গড়ে তোলা হয়েছে মানবতার দেয়াল। উপজেলার পদ্মা পাড়ের ঝড়ে পড়া শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান কারী পদ্মা পাড়ের পাঠশালার পরিচালক মীর নাদিম হোসেন নামে এক অনার্স পড়ুয়া ছেলে, হতদরিদ্র ও পথব্যক্তিদের জন্য গড়ে তুলেছেন এ মানবতার দেয়াল।
১৮ই আগষ্ট রবিবার বিকেলে উক্ত দেয়ালটি উদ্ভোধন করেন অবসর প্রাপ্ত শিক্ষক হরিপদ সূত্রধর। উদ্ভোধনের সময় মীর নাদিম হোসেন বলেন, এই মানবতার দেয়াল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো সমাজে কেউ যেনো বস্ত্রহীন না থাকে সেই সাথে আরো বলেন, সমাজে যারা বৃত্তবান আছেন তারা স্বেচ্ছায় এগিয়ে আসুন।
উদ্ভোধক হরিপদ সূত্রধর বলেন, মীর নাদিমের উদ্যোগকে স্বাগত জানাই এবং সমাজের সকল বৃত্তবান মানুষেরা মানবতার দেয়ালে তাদের সাহায্য সহযোগিতা করবে এই আশা রাখি।