স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন বিষয়ে ও আগামী জাতীয় নির্বাচনের সেন্টার কমিটি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ বাস,মিনিবাস,মাইক্রোবাস,অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি মো: জাহিদুল ইসলাম (জাহিদ)।
সোমবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড আওয়ামীলীগ কার্যালয়ে দিঘী ইউনিয়নের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য ও মহিলা আওয়ামীলীগ নেত্রী সালমা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: জুলফিকার হোসেন, গড়পাড়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য সেলিনা বেগম, আটিগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোসাম্মৎ রফিজা বেগম, গড়পাড়া ইউনিয়নের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রাবেয়া আক্তারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে সালমা বেগম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজ নারীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, ডিসি, এসপি সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছে। এতে নারীদের মান সম্মান বৃদ্ধি পাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুরুষের পাশাপাশি আমরা নারীরা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে আওয়ামীরীগ আবারোও ক্ষমতায় বসাবো।
সভার প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন নেতা আলহাজ¦ জাহিদ মালেক স্বপন এমপিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় মানিকগঞ্জে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার পক্ষে সকলকে কাজ করতে হবে। সদর উপজেলার মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে আহবান জানান উপজেলার প্রত্যেক ইউনিয়নে গিয়ে সরকারের উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরতে। সেই সাথে উপজেলা মহিলা আওয়ামীলীগের একটি শক্তিশালী কমিটি গঠনে কাজ করতে।##