এস.এম আকরাম হোসেন :
প্রশাসনের বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে আনন্দ শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু মহাজোটের আয়োজনে শহরের কালীমন্দীরের সামনে থেকে আনন্দ শুভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এর আগে কালীমন্দীরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তুষার কান্তি সরকার তপু, যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: অসীম কুমার বিশ্বাসসহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্ভীরা উপস্থিত ছিলেন।