স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহবায়কদের সাথে মতবিনিময় করেছেন মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছে তাদের আত্নার মাগফিরাত কামনা করেন।
পুলিশ সুপার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহবায়কদের পরিচিত শেষে তাদের বক্তব্য শুনেন এবং তাদের নিকট “কেমন পুলিশ চান” জানতে চাইলে তারা বলেন, দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক জনবান্ধব পুলিশ চান।
এসময় পুলিশ সুপার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহবায়কদের সাথে একমত পোষন করে জনবান্ধব পুলিশ হয়ে মানিকগঞ্জ জেলায় কাজ করবে মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন এবং তিনি মানিকগঞ্জবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহবায়কদের নিকট সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।