স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে মৃত্যু বরন করা নার্স চামেলী বেগম (২৮) এর রেখে যাওয়া ২৭ দিনের শিশু সন্তান ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার দিঘী ইউনিয়নের রোহাদহ নার্স চামেলীর গ্রামেরে বাড়িতে খোঁজখবর নিতে যান কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে ডামেকসুর সাবেক জিএস ডা: মাহমুদুর রহমান নোমান, মুন্সীগঞ্জ জেলা ড্যাবের কোষাধ্যক্ষ ডা: জাহাঙ্গীর হোসেন, ডা: জামশেদ, ডা: সাইদুল ইসলাম বাদশা, ডা: ইমরান হোসেন, ডা: রনি, ডা: মমি, জেলা বিএনপির সদস্য খোন্দকার আল আমিন হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় চামেলীর পরিবারের সদস্যদের হাতে কিছু আর্থিক সহযোগিতা করেন। পরে ঘিওরের জোকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন।
এসসময় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মো: রফিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু আক্রান্তদের সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নার্স চামেলীর রেখে যাওয়া ২৭ দিনের শিশু সন্তানের খোঁজ খবর নিয়েছেন নেতাকর্মীরা।