স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে পবিত্র আশুরা পালিত হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী গড়পাড়া এমাম বাড়ী, পশ্চিম সেওতা এমাম বাড়ীর ও পরান মেম্বারের দল জেলা শহরের আলাদা আলাদা শোক র্যালী বের হয়।
র্যালী শেষে সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে গড়পাড়া এমাম বাড়ী আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এমামবাড়ীর পীর শাহ মোখলেছুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ গড়পাড়া এমামবাড়ীর নেতৃবৃন্দ।