স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে দূর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে বিভিন্ন মন্দির কমিটির সদস্য এবং পুলিশের মাঝে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এই সভার আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। এতে শান্তিপূর্ন পরিবেশে দূর্গাপূজা উদযাপনে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
পুলিশ সুপার রিফাত রহমানের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মাহবুবুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) আলমগীর হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার বিশ্বাস, সহসভাপতি কার্তিক চন্দ্র সাহা, সাধারন সম্পাদক অনির্বাণ পালসহ জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
কার্তিক চন্দ্র সাহা বলেন, দূর্গাপূজার সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় দর্শনার্থীদের প্রচন্ড চাপ পড়ে। সেখানে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।
শিবালয় থানার ওসি মিজানুর রহমান বলেন, কোনো কোনো পূর্জামন্ডমপে আইনশৃঙ্খলার কাজে আনসার সদস্য নিতে চান না। এ কারণে সে সব মন্ডপে কিছু কিছু সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ সুপার রিফাত রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। অন্য ধর্মের ওপর আঘাত আসে, এমন ঘটনা এড়িয়ে চলতে হবে। কোনো ধর্মই মাদক সমর্থন করে না। মাদক থেকে সবাইকে দুরে থাকতে হবে। এ ছাড়া সম্ভব হলে মণ্টপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা যেতে পারে।
এবার জেলায় ৫০৭টি মণ্টপে দুর্গাউৎসব অনুষ্ঠিত হবে বলে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।