স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক চর লেনে উন্নতি করতে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহায়তায় চলমান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং সরকারের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান ফারুকী এবং মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন। ইতিমেধ্যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। আরো পাঁচ শতাধিক স্থাপনা রয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকী বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নতিকরণের জন্য সড়কের দুই পাশের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেয়া হয়েছিল। এরই মধ্যে কিছু স্থাপনা উচ্ছেদও করা হয়েছে। নোটিশের পরও যেসব স্থাপনা সরানো হয়নি সেগুলো উচ্ছেদ করতে এই অভিযান চলছে। অবৈধস্থাপনা যারই হোক না কেন তা উচ্ছেদ করা হবে বরে জানান তিনি।
এছাড়া, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে খালপাড় হয়ে বেউথা সড়কটি চার লেনে উন্নতিকরণ কাজও দ্রুত শুরু হবে। এজন্য মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় চারতলার পৌর সুপার মার্কেট, কাঁচাবাজার মার্কেট, টিনসেড ঔষধ মার্কেটসহ বেশ কিছু স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি।