স্টাফ রিপোর্টার :
ভোলার বোরহান উদ্দিনে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আন্দোলনরত মুসল্লিদের উপর নির্মম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ব্যানারে দক্ষিণ সেওতা দলীয় কার্যালয়ের সামনে শহীদ রফির সড়কে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে বিক্ষাভকারীরা।
সমাবেশে ইসলামী আন্দোল বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা নিজামউদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আবুজর গিফারী, যুব আন্দোলনের নেতা মো.মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা মাহাতাব উদ্দিনসহ অন্যরা বক্কব্য রাখেন।
সমাবেশে ভোলায় আন্দোলনরত মুসল্লিদের উপর নির্মম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতাকর্মীরা।