কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে ফুলবাড়ী উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন আরমান ট্রেডার্সকে সাত হাজার টাকা, বালাহাট বাজারের আশরাফুল স্টোরকে দুই হাজার টাকা, ফাহিম স্টোরকে দুই হাজার টাকা এবং আরিফ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানগুলোকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।