এস এম আকরাম হোসেন :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামী ৮ ডিসেম্বর সারা দেশে সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া দেশের প্রতিটি জেলায় অতি দ্রুত ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে। যেখান রোগীরা নিজ এলাকা থেকে কিডনি ডায়ালাইসিস করতে পারবে। সেই সাথে সারাদেশে হেলথ এ্যাসিসট্যান্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ করা হবে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. আবুল ওয়ারেশ পাশা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রঞ্জিত কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাফিজুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ সদর উপজেলা বেতিলা বাজার খেয়াঘাটে ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে সেতুর নির্মান কাজের ভিত্তি প্রস্তর ও বেতিলা স্কুল এন্ড কলেজের ৭৮ লক্ষ টাকা ব্যয়ে বর্ধিত তিনতলা ভবনের উদ্বোধন করেন। বেতিলা স্কুল এন্ড কলেজের সভাপতি মীর আমিরুল হকের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন । এসময় তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই গ্রাম আজ শহরের পরিণত হচ্ছে। প্রতি বাড়িতে বিদ্যুৎ সংযোগসহ ও রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এসময় মন্ত্রী আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশে এখন শিশু মৃত্যু হার কমেছে। জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড:আব্দুল মজিদ ফটো, সাবেক মেয়র রমজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক কাজী মফিজুর রহমান মফেল,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান সহ স্থানীয় আওয়ামীলীগের নেতকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুনিল সূর। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্কুল এন্ড কলেজের প্রধান সহকরী শিক্ষক শেফালী আক্তারের দুই কন্যা।