স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ সদর উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুস্তম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক তানজিদ উল্লাহ প্রধান লিল্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী, পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় গত ২/১২/১৯ ইং তারিখে মানিকগঞ্জ সদর থানায় স্থানীয় আজাদ সরকার, রানা রসকার, মো: রনিসহ ২৮ জনের নাম উল্লেখ করে আহতের চাচা জেলা শ্রমিক লীগের সভাপতি মো: আব্দুল জলিল মামলা দায়ের করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, রুস্তমের উপর বরবরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্ভে গ্রেফতার করে শাস্তির জোর দাবী জানান।
উল্লেখ্য,গত১/১২/২০১৯ ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডের জয়রা রোডের সেন্টাল আবাসিক হোটেলের সামনে হামলার ঘটনা ঘটে।