শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের পাশে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতে অপরদিক থেকে আশা একটি বালুবাহী বলগেট ট্রলারের সাথে ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। ট্রলারে ৯/১০ জন ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাকর্মী ছিল, সবাই তীরে আসতে পারলেও উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক রনি বিশ্বাস কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে প্রশাসনের লোকজন পৌঁছালেও মানিকগঞ্জে কোন ডুবুরী না থাকায় প্রথমে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে পারে নি। এলাকাবাসী সহ আসে পাশের লোকজন উদ্ধার কাজে সহায়তা করছে। পরবর্তিতে ডুবুরি সহ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়। জানা যায়, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ গুরুতর আহত, তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিখোঁজ রনিকে খুঁজতে পদ্মা নদীর তীরবর্তী হরিরামপুর থেকে নবাবগঞ্জ,দোহার, মুন্সিগঞ্জ পর্যন্ত মানুষ সহায়তা করছে। এবিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, আজ সকাল ৯ সাড়ে ৯টার দিকে কয়েকজন ছেলে নদীর ওইপাড়ে যেতেছিলো, তখন বালুবাহী একটি বড় বলগেটের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। সেসময় একজন মিসিং তবে বাকি সবাই তীরে উঠতে পারছে। এছাড়া বালুবাহী বলগেটটিকে সনাক্ত করতে না পারায় সেটি আটক করা যায়নি বলেও জানান এই কর্মকর্তা। |