স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘিওরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ঘিওর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
রবিবার সকালে দলীয় কার্যালয় থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেন। এসময় মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য গত ১ ডিসেম্বর সদর উপজেলার জয়রা গ্রামের মো: মোস্তফার ছেলে সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুস্তমের উপর হামলার ঘটনা ঘটে। এতে আব্দুল জলিল বাদি হয়ে পরে দিন মানিকগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় মানিকগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক সুবিধা লাভের আশায় ঘটনার সাথে জড়িত না থাকার সত্যেও মামলার আসামী করেছে বলে নেতাকর্মীরা জানান।
বিক্ষোভ সমাবেশে ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সহ-সভাপতি তালাত পাশা সবুজ,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক ইফতি আরিফ,প্রচার সম্পাদক রনি, অর্থ সম্পাদক মোঃ খোকন,তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম,সহ সম্পাদক আমিনুর বেপারী,বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজ শিকদারসহ উপজেলা যুবলীগের সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনতিবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী নেওয়ার ঘোষনা দেন তারা। একই দাবিতে দৌলতপুর উপজেলা যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।