এস এম আকরাম হোসেন:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, লোক সংস্কৃতি বাউল গান আত্বার কথা বলে, বাউল গান অন্তরকে পরিশোধিত করে। এগুলো বাংলার সংস্কৃত।আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় এখনো বাউল গান টিকে আছে এটিই বিশেষত্ব। এই গান গুলোর আবেদন কখনোই শেষ হবে না।
তিনি বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইরে ভাকুম এলাকায় তিনদিন ব্যাপী ১৩তম বাউল মধুর মেলার উদ্বোধন কালে একথা গুলো বলেন। মানিকগঞ্জ-২ আসনের এমপি বাউল কন্ঠশিল্পী মমতাজ বেগমের বাবা মধু বয়াতির নামে প্রতি বছরের ন্যায় এবারও বাউল মধুমেলার আয়োজন করা হয়।
বাউল মেলা উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি জনপ্রিয় কণ্ঠ শিল্পী মমতাজ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতুল্লাহ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এহেতাশাম হোসেন ভনু, জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার নারী সংরক্ষিত কাউন্সিলর ডা: জেসমিন আক্তার, নাজমা বেগম, মো: ছানোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান তমিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার প্রমুখ।
এর আগে উদ্বোধন অনুষ্ঠানে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ একটি বকুল ফুলের চারা রোপন করে মধু মেলা উদ্বোধন করেন।
তিন দিন ব্যাপি মধুর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করবেন। মেলায় শতাধিক স্টল বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে।