1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট দশ ঘন্টা পর স্বাভাবিক হলেও নাকাল অবস্থা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ১০৯৪ বার দেখা হয়েছে

হাসান চৌধুরী পাটুরিয়া- দৌলতদিয়া ফিরে

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশদ্বার মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ও রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌ-রুট বৈরি আবহাওয়া ঘন কূয়াশা হিমশীতল বাতাস ও মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা জনিত কারণে বুধবার রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ও মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১০ঘন্টা নৌ-যান চলাচল করেনি। এতে পদ্মার দুই পারের  যানবাহন ও যাত্রীদের নাকাল অবস্থা বিরাজ করছে। হাজার হাজার পরিবহন সহ সকল প্রকার যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এদিকে এ রুটে ফেরি স্বল্পতার কারণে পারাপার হতে না পারা হাজার হাজার ট্রাক, কাভার ভ্যানের চালকরা পাটুরিয়া ঘাটে কর্তব্যরত পুলিশের সঙ্গে বচ্চায় জরিয়ে পড়ে। যানবাহনের ড্রাইভাররা জানান যে, তাদের পন্যবাহী ট্রাক, কাভার ভ্যান সহ অন্যান্য যানবাহন গত চার-পাঁচদিন ঘাটে এসে পার হতে না পারায় তারা অতি শীতে নির্মম কষ্ট ও খাদ্যাভাবে নিঃস্ব অবস্থায় রয়েছেন। এই বহরে ১৫টি ফেরির মধ্যে ১২-১৩টি ফেরি নিয়ে পারাপার করছে অন্যান্য ফেরিগুলি মেরামত কারখানা মধূমতিতে রয়েছে। মেরামতরত একটি ফেরি এনায়েতপুরী দীর্ঘদিন মেরামতের নামে মধূমতি কারখানায় পড়ে আছে অনুরুপ দু’চারটি ফেরি মেরামতের নামে কালক্ষেপণ করে  এই কারখানায়। মেরামতের নামের উপর এখানকার কারখানার কতিপয় উর্ধ্বতন কর্তৃপক্ষ দুই নম্বরি করে রাষ্ট্রের অর্থ তসরুপ করছে বলে অভিযোগ উঠেছে। এ মৌসূমে ফেরি বন্ধ ও স্বল্পতার কারণে কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে এ সংস্থা। বেমালুম ভূগেছে নৌরুট বন্ধ থাকা অবস্থায় হাজার হাজার মা-বোন ও বয়ষ্ক পারাপার হতে আসা যাত্রী’রা। রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া রুটে মঙ্গবার রাত ৮টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ১২৫টি ট্রাক, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩২টি ট্রাক ও গত ২৪ঘন্টায় ৪৩০টি ট্রাক এসকেল করে ঘাটে অপেক্ষমান। ঢাকা আরিচা মহা-সড়ক উথলি থেকে আরিচা পর্যন্ত দীর্ঘ লম্বা লাইন ট্রাক ও কাভার ভ্যানের ও দৌলতদিয়া-খুলনা মহা-সড়কেও ১০কিলো লম্বা যানবাহনের সারি সহ ঘাটের টার্মিনাল বোঝাই বিভিন্ন যানবাহন। পাটুরিয়াতে কর্তব্যরত পুলিশের টিআই আবুল বাশার বলেন, ফেরি চলাচল শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন সহ পচনশীল পন্যের ট্রাক, কাভার ভ্যান পারাপার করা হবে প্রথমে। যাত্রীদের কষ্ট দুর্ভোগ নির্দয় ও পৈশাচিকের ন্যায় ধারণ করেছে, নেই শিশু ও নারীদের পক্ষালয় ও মানসম্মত খাবার। পরিবেশ ভারী হয়ে উঠেছে ঘাট সহ এলাকার আশপাশ এলাকাগুলোও। কর্তব্যরত পুলিশ বাহিনীর বিভিন্ন শাখা-সংস্থা ও বিআইডব্লিউটিসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছে ঘাট এলাকায়। এর আগে ১৯ডিসেম্বর ৭ঘন্টা, ২১ডিঃ ৫ঘন্টা, ২৪ডিঃ ৮ঘন্টা, ২৫ডিঃ ১২ঘন্টা, ২৬ডিঃ ৩ঘন্টা সহ মোট ৫২ঘন্টা এ মৌসূমের শেষের দিকে ফেরি সহ অন্যান্য নৌ-যান বৈরি আবহাওয়া ও ঘন কূয়াশার দরুণ চলাচল করতে পারেনি। সর্বশেষ গত দুদিনে অনুরুপ আরও ১০ ঘন্টা ঐ একই কারণে নৌযান বন্ধ ছিল। রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া রুটের তীরবর্তী এলাকার সড়কগুলো বিভিন্ন প্রকার যানবাহন অবরুদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury