জাহিদুল হক চন্দন,মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার বিচার চাওয়ায় তার স্বামী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ৩ জানুয়ারি শুক্রবার রাতে রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আহত সেলিম মিয়ার স্ত্রী সুফিয়া বেগম আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পিবিআই)কে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
মামলা ও বাদী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোপালপুর এলাকার মো: শওকত সুফিয়া বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকেসহ তার পরিবারের সদস্যদের ক্ষতি করার জন্য হুমকি দিতো। এ বিষয়ে তার স্বামী মো: সেলিম মিয়া এলাকার গন্যমান্য ব্যক্তির নিকট বিচার চান। এতে আরো ক্ষিপ্ত হয়ে শওকতসহ আরো কয়েকজন সেলিম মিয়ার উপর হামলা করে।
এ বিষয়ে আহত সেলিম মিয়া জানান, শওকত খুব খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সেদিন লোকজন না এগিয়ে আসলে আমাকে মেরেই ফেলতো।
এসকল অভিযোগের বিষয়ে মো: শওকতের সাথে যোগাযোগ করা হলে তিনি তা মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার (পিবিআই) মনিরুল ইসলাম বলেন, দ্রুত এ অভিযোগের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।