মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঘিওর :
মানিকগঞ্জের ঘিওর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পঞ্চরাস্তার মোড় এলাকায় নবনির্মিত প্রেসক্লাবের ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঘিওর প্রেসক্লাবের আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়েজন করা হয়।
ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রেসক্লাবের ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া সুলতানা কেয়া, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, ঘিওর থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাজাহান বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক বি এম খোরশেদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ঘিওরর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু।
এ সময় আরোও উপস্থিত ছিলেন,ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল মান্নান, এস আই বোরহান উদ্দিন মোল্লা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।