স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে উঠা, ৯০ দশকের আলোচিত ছাত্রনেতা মো: আলী আশরাফ। শুক্রবার কেন্দ্রীয় যুবদলের প্যাডে সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত ১১৪ সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটির অনুমোদনপত্র সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
আলী আশরাফ ১৯৮৪ সনে স্কুল ছাত্রবস্থায় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের ২ বারের সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সমাজসেবা সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সর্বশেষ কৃষি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও ডাকসু নির্বাচনে সার্জেন্ট জহুরুল হক হল শাখার এজিএস পদেও নির্বাচন করেন তিনি।
এ বিষয়ে আলী আশরাফ তার একান্ত সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও তার অভিভাবকসহ রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো জানান, যোগ্য, পরিক্ষিত, দেশপ্রেম ও ত্যাগী নেতাদের তালিকাবদ্ধ করে কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
আগামী দিনে এই কমিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদী।