এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজে শুরু হয়েছে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা। সোমবার দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন।
বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম তালুকদার, বাংলা বিভাগে প্রভাষক জাফর ইকবাল, সাংবাদিক জাহাঙ্গীর আরম বিশ্বাস এবং সরকারী দেবেন্দ্র কলেজ ডিবেটিং সোসাইটি’র আহবায়ক নাহিদ মনির, সদস্য সচিব সোনিয়া আক্তার।
বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তিবাদী হয়ে উঠতে পারে। তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের বিতর্ক অনুশীলনের আহবান জানান।
সরকারী দেবেন্দ্র কলেজ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বির্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কলেজেরে বিভিন্ন বিভাগের বিতর্কদল।