মাহফুজুর রহমান খান, শিবালয় প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন এবং শিবালয় উপজেলার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় ও পরে উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়। এসময় তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। তিনি এ প্রসঙ্গে আরো বলেন যে নিরক্ষরতা ও অজ্ঞতা দূর করার লক্ষ্যে দেশের সর্বত্রই শিক্ষার ক্ষেত্র তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সারাদেশে ব্যাপক হারে কাজ চলছে।
প্রধান অতিথি ইমামদের উদ্দেশ্যে বলেন সুন্দর জাতি গঠনে আপনাদের ভূ‚মিকা অপরিসীম, যাতে জঙ্গীবাদ উথ্থান না হয় সেদিকে কড়া নজরদারির তাগিদ দেন। জানা যায় এই ধরনের মডেল মসজিদ দেশে বিভিন্ন জায়গায় আরো ৫৬০টি নির্মানাধীন রয়েছে, এক একটির নির্মান ব্যায় সাড়ে তের কোটি টাকা। বৈকালীন সময় উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন যার ব্যায় সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা। নতুন ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, ।স্বনামধন্য প্রচীনতম এই স্কুলের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে। ১৯৬৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুলে ১৮ জন শিক্ষক সহ মোট ২২ জন স্টাফ রয়েছে। প্রধান শিক্ষক মোঃ ইউছুব আলী জানান স্কুলের পড়াশুনার মান সন্তোষজনক এবং বরাবরই পরীক্ষার রেজাল্ট আশানুরুপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবাল উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।